আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৭৮
অধ্যায়ঃ নামাজ
প্রথম ওয়াক্তে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৭৮. আবদিল কায়স গোত্রের হযরত ইয়ায (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেন। তোমাদের উপর অপরিহার্য কর্তব্য হল তোমাদের রবের যিকর করা। আর তোমরা প্রথম ওয়াক্তে সালাত আদায় করে নেবে। কেননা আল্লাহ তোমাদের পুরস্কার বাড়িয়ে দেবেন।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة فِي أول وَقتهَا
578 - وَرُوِيَ عَن رجل من بني عبد الْقَيْس يُقَال لَهُ عِيَاض أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول عَلَيْكُم بِذكر ربكُم وصلوا صَلَاتكُمْ فِي أول وقتكم فَإِن الله يُضَاعف لكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান