আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৩৪
অধ্যায়ঃ নামাজ
বিনা ওজরে জামাআত বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৬৩৪. হযরত ইবন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি হাইয়্যা আলাল ফালাহ শুনল অথচ তাতে সাড়া দিল না, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ (সা) এর সুন্নাত বর্জন করল। তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণিত।
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك حُضُور الْجَمَاعَة لغير عذر
634 - وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ قَالَ من سمع حَيّ على الْفَلاح فَلم يجب فقد ترك سنة مُحَمَّد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن