আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৪৪
অধ্যায়ঃ নামাজ
নফল সালাত ঘরে আদায়ের প্রতি অনুপ্রেরণা
৬৪৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিছু কিছু সালাত আদায় করে তোমরা তোমাদের ঘরকে ধন্য কর।
হাদীসটি ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে বর্ণিত হয়েছে।
হাদীসটি ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে বর্ণিত হয়েছে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي صَلَاة النَّافِلَة فِي الْبيُوت
644 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكْرمُوا بُيُوتكُمْ بِبَعْض صَلَاتكُمْ
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه