আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৬৩
অধ্যায়ঃ নামাজ
সালাতুল ফজর ও আসর সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৬৬৩. আবূ যুহায়রা ইমারা ইবন রুয়াইনা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বের সালাত আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। অর্থাৎ ফজর ও আসরের সালাত।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الصُّبْح وَالْعصر
663 - وَعَن أبي زهيرة عمَارَة بن رويبة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
يَقُول لن يلج النَّار أحد صلى قبل طُلُوع الشَّمْس وَقبل غُرُوبهَا يَعْنِي الْفجْر وَالْعصر
رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৬৩ | মুসলিম বাংলা