আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৪০
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪০. হযরত আওস ইবন আওস সাকাফী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: তিনি বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করবে ও (কাপড়-চোপড়) ধুয়ে, নেবে, তারপর সকাল সকাল প্রস্তুত হয়ে সওয়ার না হয়ে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছে বসে মনোযোগ সহকারে (খুতবা) শুনবে এবং অনর্থক কোন কাজ করবে না, তার প্রত্যেক পদচারণায় রয়েছে এক বছর সিয়াম ও কিয়াম পালনের সওয়াব।
(আহমদ, আবু দাঊদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন : এ হাদীসটি হাসান। নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম এ হাদীসটি বর্ণনা করেন। হাকিম এ হাদীসটিকে সহীহ বলেছেন। তাবারানী 'আওসাত' গ্রন্থে হযরত ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন।)
(খাত্তাবী (র) বলেন:) নবী (সা) এর বাণী! "সে গোসল করল এবং (কাপড়-চোপড়) ধুয়ে নিল এবং সকাল-সকাল প্রস্তুতি নিল।" মুহাদ্দিসগণ এর অর্থ সম্পর্কে দ্বিমত পোষণ করেন। একদল এর বাহ্যিক অর্থ গ্রহণ করে বলেন: এর উদ্দেশ্য হল তাকীদ করা, কোন বিষয়ে জোর দেওয়া। শব্দদ্বয়ের বিভিন্নতায় এর অর্থে কোন বৈপরীত্য বুঝান হয়নি। তিনি বলেনঃ তুমি দেখতে পাচ্ছ হাদীসের অংশ مَشى وَلم يركب শব্দমালার বিভিন্নতা সত্ত্বেও হাদীসের অর্থে কোন বৈপরীত্য আসেনি। উভয়ের অর্থ একই। ইমাম আহমদের ছাত্র আসরামার এটাই অভিমত। কারো কারো মতেঃ غسل অর্থঃ কেবল মাথা ধোয়া, কারণ আরবীদের অধিকাংশ ছিল দীর্ঘ কেশধারী। লম্বা কেশ ধোয়াও কষ্টসাধ্য ব্যাপার। কাজেই غسل অর্থ মাথা ধোয়াই উদ্দেশ্য। এ অভিমত মাকহুলের। তিনি বলেন: واغتسل অর্থ সমস্ত শরীর ধোয়া। কারো কারো মতেঃ غسل অর্থ: কোন ব্যক্তি মসজিদের দিকে যাওয়ার পূর্বে স্ত্রী সহবাস করল, যাতে সে নিজের প্রবৃত্তিকে দমিয়ে রাখল এবং চোখকে গুনাহ থেকে বাঁচাল। وَبكر وابتكر কারো কারো মতে এর অর্থ ইমামের খুতবা প্রথম থেকে পাওয়া। ابتكر অর্থ সময়মত মসজিদে আসা। ইবন আন্ধারী বলেন: بكر অর্থ মসজিদে দিকে বের হওয়ার পূর্বে সদকা করা। তিনি অন্য হাদীসের উপর ভিত্তি করে এই ব্যাখ্যা দেন। হাদীসটি হলঃ
باكروا بِالصَّدَقَةِ فَإِن الْبلَاء لَا يتخطاها
"তোমরা দিনের প্রথমভাগে সদকা আদায় কর। কেননা বিপদ সদকাকে ডিঙ্গিয়ে আসতে পারে না।"
[হাফিয আবূ বকর ইবন খুযায়মা বলেন:] হাদীসের শব্দমালা যারা غسل واغتسل বলেন, তাঁরা এই অর্থ উদ্দেশ্য নেন যে, সে সহবাস করল। ফলে সে তার স্ত্রী অথবা দাসীর উপর গোসল ওয়াজিব করে দিল। যারা واغتسل পাঠ করেন, তারা غسل অর্থ মাথা ধোয়া এবং واغتسل অর্থ সমস্ত শরীর ধোয়ার অর্থ করেন। তাঁদের দলীল তাউস সূত্রে হযরত ইবন আব্বাস (রা)-এর বর্ণিত হাদীস। তিনি (ইবন খুযায়মা) বিশুদ্ধ সনদে তাউস থেকে হযরত ইবন আব্বাস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তাউস বলেনঃ আমি ইবন আব্বাসকে বললাম: সাহাবাগণ বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "তোমরা জুমু'আর দিন উত্তমরূপে গোসল কর। আর যদি তোমরা অপবিত্র না হও, তাহলে কেবল মাথা ধুয়ে নাও এবং সুগন্ধি ব্যবহার কর।"
হযরত ইবন আব্বাস (রা) বলেন: সুগন্ধির ব্যাপারে আমার জানা নেই। তবে গোসলের কথা সঠিক।
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1040 - وَعَن أَوْس بن أَوْس الثَّقَفِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من غسل يَوْم الْجُمُعَة واغتسل وَبكر وابتكر وَمَشى وَلم يركب ودنا من الإِمَام فاستمع وَلم يلغ كَانَ لَهُ بِكُل خطْوَة عمل سنة أجر صيامها وقيامها

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَصَححهُ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث ابْن عَبَّاس
قَالَ الْخطابِيّ قَوْله عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام غسل واغتسل وَبكر وابتكر
اخْتلف النَّاس فِي مَعْنَاهُ فَمنهمْ من ذهب إِلَى أَنه من الْكَلَام المتظاهر الَّذِي يُرَاد بِهِ التوكيد وَلم تقع الْمُخَالفَة بَين الْمَعْنيين لاخْتِلَاف اللَّفْظَيْنِ وَقَالَ أَلا ترَاهُ يَقُول فِي هَذَا
الحَدِيث وَمَشى وَلم يركب ومعناهما وَاحِد وَإِلَى هَذَا ذهب الْأَثْرَم صَاحب أَحْمد
وَقَالَ بَعضهم قَوْله غسل مَعْنَاهُ غسل الرَّأْس خَاصَّة وَذَلِكَ لِأَن الْعَرَب لَهُم لمَم وشعور وَفِي غسلهَا مُؤنَة فَأَرَادَ غسل الرَّأْس من أجل ذَلِك وَإِلَى هَذَا ذهب مَكْحُول وَقَوله واغتسل مَعْنَاهُ غسل سَائِر الْجَسَد وَزعم بَعضهم أَن قَوْله غسل مَعْنَاهُ أصَاب أَهله قبل خُرُوجه إِلَى الْجُمُعَة ليَكُون أملك لنَفسِهِ وأحفظ فِي طَرِيقه لبصره وَقَوله وَبكر وابتكر
زعم بَعضهم أَن معنى بكر أدْرك باكورة الْخطْبَة وَهِي أَولهَا وَمعنى ابتكر قدم فِي الْوَقْت وَقَالَ ابْن الْأَنْبَارِي معنى بكر تصدق قبل خُرُوجه
وَتَأَول فِي ذَلِك مَا رُوِيَ فِي الحَدِيث من قَوْله صلى الله عَلَيْهِ وَسلم باكروا بِالصَّدَقَةِ فَإِن الْبلَاء لَا يتخطاها
وَقَالَ الْحَافِظ أَبُو بكر بن خُزَيْمَة من قَالَ فِي الْخَبَر غسل واغتسل
يَعْنِي بِالتَّشْدِيدِ مَعْنَاهُ جَامع فَأوجب الْغسْل على زَوجته أَو أمته واغتسل وَمن قَالَ غسل واغتسل
يَعْنِي بِالتَّخْفِيفِ أَرَادَ غسل رَأسه واغتسل فضل سَائِر الْجَسَد لخَبر طَاوس عَن ابْن عَبَّاس ثمَّ روى بِإِسْنَادِهِ الصَّحِيح إِلَى طَاوس
قَالَ قلت لِابْنِ عَبَّاس زَعَمُوا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اغتسلوا يَوْم الْجُمُعَة واغسلوا رؤوسكم وَإِن لم تَكُونُوا جنبا وَمَسُّوا من الطّيب
قَالَ ابْن عَبَّاس أما الطّيب فَلَا أَدْرِي وَأما الْغسْل فَنعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৪০ | মুসলিম বাংলা