আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১২১
অধ্যায়ঃ সদকা
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সালাত কায়েম করে, যাকাত আদায় করে, বায়তুল্লাহ শরীফে হজ্জ পালন করে, রমযানের সিয়াম পালন করে এবং মেহমান আপ্যায়ন করে, সে জান্নাতী।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসের প্রমাণে বহু হাদীস বর্ণিত আছে।)
كتاب الصَّدقَات
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1121 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَقَامَ الصَّلَاة وَآتى الزَّكَاة وَحج الْبَيْت وَصَامَ رَمَضَان وقرى الضَّيْف دخل الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَله شَوَاهِد
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১২১ | মুসলিম বাংলা