আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৩২
অধ্যায়ঃ সদকা
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৩২. নাসাঈ শরীফে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তা বিষধর আগুনের সাপ হয়ে তাকে ঘিরে ফেলবে। তারপর তার কপাল, পাঁজর ও পিঠে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দংশন করবে, এমন কি মানুষের মধ্যে ফায়সালা অনুষ্ঠিত হয়ে যাবে।
كتاب الصَّدقَات
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1132 - وَفِي رِوَايَة للنسائي قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من رجل لَا يُؤَدِّي زَكَاة مَاله إِلَّا جَاءَ يَوْم الْقِيَامَة شجاعا من نَار فيكوى بهَا جَبهته وجنبه وظهره فِي يَوْم كَانَ مِقْدَاره خمسين ألف سنة حَتَّى يقْضى بَين النَّاس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৩২ | মুসলিম বাংলা