আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৪১
অধ্যায়ঃ সদকা
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪১. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি (যাকাত আদায় না করে) বিপুল ধন-সম্পদ সঞ্চিত রেখে মারা যায়, কিয়ামতের দিন তা মাথায় টাকপড়া, চোখের উপরে দুটো কালো তিলক বিশিষ্ট বিষধর সাপে পরিণত করা হবে। সে তাকে বলবে: তুমি কে? সে বলবে: আমি তোমার পেছনে রেখে আসা সঞ্চিত ধন। ফলে তা তার হাত গ্রাস করে কামড়াতে থাকবে এবং এভাবে তার সারা শরীরে দংশন করবে।
(বাযযার হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন: এ হাদীসটি উত্তম সনদে বর্ণিত। তাবারানী এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1141 - وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ترك بعده كنزا مثل لَهُ يَوْم الْقِيَامَة شُجَاع أَقرع لَهُ زَبِيبَتَانِ يتبعهُ فَيَقُول من أَنْت فَيَقُول أَنا كَنْزك الَّذِي خلفت فَلَا يزَال يتبعهُ حَتَّى يلقمه يَده فيقضمها ثمَّ يتبعهُ سَائِر جسده

رَوَاهُ الْبَزَّار وَقَالَ إِسْنَاده حسن وَالطَّبَرَانِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: