আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৬৩
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
দুই ঈদের রাতে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান
দুই ঈদের রাতে ইবাদতের প্রতি উৎসাহ প্রদান
১৬৬৩. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি পাঁচটি রাত জেগে ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (১) ৮ই যিলহজ্জের রাত, (২) আরাফার রাত, (৩) ঈদুল আযহার রাত, (৪) ঈদুল ফিতরের রাত ও (৫) মধ্য শা'বানের রাত।
(হাদীসটি ইস্পাহানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইস্পাহানী বর্ণনা করেছেন।)
كتاب الْعِيدَيْنِ
كتاب الْعِيدَيْنِ وَالْأُضْحِيَّة
التَّرْغِيب فِي إحْيَاء لَيْلَتي الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي إحْيَاء لَيْلَتي الْعِيدَيْنِ
1663- وَرُوِيَ عَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَحْيَا اللَّيَالِي الْخمس وَجَبت لَهُ الْجنَّة لَيْلَة التَّرويَة وَلَيْلَة عَرَفَة وَلَيْلَة النَّحْر وَلَيْلَة الْفطر وَلَيْلَة النّصْف من شعْبَان
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
رَوَاهُ الْأَصْبَهَانِيّ