আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৬৫
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
ঈদের দিন তাকবীর পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৬৬৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা তোমাদের ঈদসমূহকে তাকবীর দ্বারা সৌন্দর্যমণ্ডিত কর।
(হাদীসটি তাবারানী সগীর' ও 'আওসাত' নামক গ্রন্থময়ে বর্ণনা করেছেন। অবশ্য এতে 'মুনকার' হওয়ার দোষ রয়েছে।)
(হাদীসটি তাবারানী সগীর' ও 'আওসাত' নামক গ্রন্থময়ে বর্ণনা করেছেন। অবশ্য এতে 'মুনকার' হওয়ার দোষ রয়েছে।)
كتاب الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي التَّكْبِير فِي الْعِيد وَذكر فَضله
1665- رُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زَينُوا أعيادكم بِالتَّكْبِيرِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَفِيه نَكَارَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَفِيه نَكَارَة