আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী

হাদীস নং: ১৬৬৫
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
ঈদের দিন তাকবীর পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৬৬৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: তোমরা তোমাদের ঈদসমূহকে তাকবীর দ্বারা সৌন্দর্যমণ্ডিত কর।
(হাদীসটি তাবারানী সগীর' ও 'আওসাত' নামক গ্রন্থময়ে বর্ণনা করেছেন। অবশ্য এতে 'মুনকার' হওয়ার দোষ রয়েছে।)
كتاب الْعِيدَيْنِ
التَّرْغِيب فِي التَّكْبِير فِي الْعِيد وَذكر فَضله
1665- رُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زَينُوا أعيادكم بِالتَّكْبِيرِ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَفِيه نَكَارَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৬৬৫ | মুসলিম বাংলা