আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১০. অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
হাদীস নং: ১৬৭৮
অধ্যায়ঃ ঈদ ও কুরবানী
কোন জন্তুর নাক-কান কর্তনের ব্যাপারে সতর্কবাণী, যারা খাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে জীব-জন্তুকে হত্যা করে, তাদের প্রসঙ্গ এবং উত্তমভাবে প্রাণ হরণ ও যবেহের নির্দেশ প্রসঙ্গ
১৬৭৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছুরি ধার করে নেয়ার নির্দেশ দিয়েছেন এবং কোন পশুকে অন্য পশুদের থেকে দূরে যবেহ করতে বলেছেন। তিনি আরও বলেছেন। তোমাদের কেউ যখন যবেহ করে, তখন যেন দ্রুত যবেহ কর্ম সম্পন্ন করে ফেলে।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الْعِيدَيْنِ
الترهيب من المثلة بالحيوان ومن قتله لغير الأكل وما جاء في الأمر بتحسين القتلة والذبحة
1678- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ أَمر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِحَدّ الشفار
وَأَن توارى عَن الْبَهَائِم وَقَالَ إِذا ذبح أحدكُم فليجهز
رَوَاهُ ابْن مَاجَه
وَأَن توارى عَن الْبَهَائِم وَقَالَ إِذا ذبح أحدكُم فليجهز
رَوَاهُ ابْن مَاجَه