আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭০৭
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৭০৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: হাজীকেও ক্ষমা করে দেয়া হয় এবং হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করে, তাকেও।
(হাদীসটি বায্‌যার ও তাবারানী তাঁর 'সগীরে' বর্ণনা করেছেন।খুযায়মাও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হাকিমও এ হাদীসটি বর্ণনা করেন। তাঁদের ভাষা হল। রাসূলুল্লাহ্ ﷺ বলেছেনঃ হে আল্লাহ্। তুমি হাজীকে ক্ষমা করে দাও এবং হাজী যাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাদেরকেও ক্ষমা করে দাও!
(হাকিম বলেছেন: হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। (হাফিয (র) বলেন। এ হাদীসটির সনদে শরীক কাযী নামে একজন রাবী রয়েছেন, যার বর্ণিত কোন হাদীস সমর্থনের ক্ষেত্র ব্যতীত মুসলিম গ্রহণ করেন না। এ ব্যাপারে আরও আলোচনা ইনশা আল্লাহ্ সামনে আসবে।)
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1707- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يغْفر للْحَاج وَلمن اسْتغْفر لَهُ الْحَاج

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَلَفْظهمَا قَالَ اللَّهُمَّ اغْفِر للْحَاج وَلمن اسْتغْفر لَهُ الْحَاج
وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم قَالَ مُسلم قَالَ الْحَافِظ فِي إِسْنَاده شريك القَاضِي وَلم يخرج لَهُ مُسلم إِلَّا فِي المتابعات وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭০৭ | মুসলিম বাংলা