আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৬৫
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৫. ইব্‌ন হিব্বান এ হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে সংক্ষিপ্ত আকারে এভাবে বর্ণনা করেছেন: নবী করীম ﷺ বলেছেন, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর স্পর্শ সম্পূর্ণরূপে গুনাহকে মিটিয়ে দেয়।
[হাফিয বলেন,। এরা সবাই হাদীসটি আতা ইবনুস সায়িব সূত্রে আবদুল্লাহ ইবন উবায়দ থেকে বর্ণনা করেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1765- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مُخْتَصرا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مسح الْحجر والركن الْيَمَانِيّ يحط الْخَطَايَا حطا
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم عَن عَطاء بن السَّائِب عَن عبد الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬৫ | মুসলিম বাংলা