আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৬৭
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৭. হযরত হুমায়দ ইবন আবু সাবিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন হিশামকে বলতে শুনেছি যে, তিনি আতা ইবন আবু রাবাহকে তাওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামানী সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আতা তখন বললেন, হযরত আবু হুরায়রা (রা) আমাকে এ মর্মে হাদীস শুনিয়েছেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: রুকনে ইয়ামানীর কাছে সত্তরজন ফিরিশতা মোতায়েন রাখা আছে। অতএব যে ব্যক্তি বলে:
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ {رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا}
আর এই ফিরিশতাগণ বলেন, 'আমীন'। তিনি যখন হাজরে আসওয়াদে পৌঁছলেন, তখন হিশাম আবার প্রশ্ন করলেন, হে আবু মুহাম্মদ। হাজরে আসওয়াদ সম্পর্কে আপনার কি জানা আছে? আতা বললেন, আমাকে হযরত আবু হুরায়রা (রা) হাদীসটি বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছেন যে, ব্যক্তি এটি স্পর্শ করল, সে যেন আল্লাহর হাত স্পর্শ করল। ইব্‌ন হিশাম আবার তাঁকে প্রশ্ন করলেন, তাওয়াফ-এর বিষয়টি কি? আতা বললেন, আমাকে হযরত আবূ হুরায়রা (রা) এ মর্মে হাদীস বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ ﷺ -কে বলতে শুনেছেন, যে ব্যক্তি তাওয়াফের সময় এই দু'আটি-
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لله، ولا إله إلا الله وَاللهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ الا بالله
ছাড়া অন্য কোন কথা না বলে, তার দশটি গুনাহ মোচন করা হবে, দশটি নেকী লিখা হবে এবং এর বিনিময়ে দশটি সোপান উর্ধ্বে তাকে উন্নীত করা হবে। আর যে ব্যক্তি তওয়াফ অবস্থায় কথা বলে, সে যেন রহমতের দরিয়ায় শুধু পা ঢুকিয়ে ক্ষান্ত রইল, যেমন কেউ পানিতে শুধু পা দিয়েই ক্ষান্ত থাকে।
(হাদীসটি ইবন মাজাহ ইসমাঈল ইবন 'আয়্যাশ সূত্রে হুমায়দ ইব্‌ন আবু সাবিয়্যা থেকে বর্ণনা করেছেন। আমাদের কোন কোন উস্তাদ হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1767- وَعَن حميد بن أبي سوية رَضِي الله عَنهُ قَالَ سَمِعت ابْن هِشَام يسْأَل عَطاء بن أبي رَبَاح عَن الرُّكْن الْيَمَانِيّ وَهُوَ يطوف بِالْبَيْتِ فَقَالَ عَطاء حَدثنِي أَبُو هُرَيْرَة رَضِي الله عَنهُ
أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وكل بِهِ سَبْعُونَ ملكا فَمن قَالَ اللَّهُمَّ إِنِّي أَسأَلك الْعَفو والعافية فِي الدُّنْيَا وَالْآخِرَة رَبنَا آتنا فِي الدُّنْيَا حَسَنَة وَفِي الْآخِرَة حَسَنَة وقنا عَذَاب النَّار
قَالُوا آمين
فَلَمَّا بلغ الرُّكْن الْأسود قَالَ يَا أَبَا مُحَمَّد مَا بلغك فِي هَذَا الرُّكْن الْأسود فَقَالَ عَطاء حَدثنِي أَبُو هُرَيْرَة أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من فاوضه فَإِنَّمَا يفاوض يَد الرَّحْمَن
قَالَ لَهُ ابْن هِشَام يَا أَبَا مُحَمَّد فالطواف قَالَ عَطاء حَدثنِي أَبُو هُرَيْرَة أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من طَاف بِالْبَيْتِ سبعا وَلَا يتَكَلَّم إِلَّا بسبحان الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه محيت عَنهُ عشر سيئات وكتبت لَهُ عشر حَسَنَات وَرفع لَهُ بهَا عشر دَرَجَات وَمن طَاف فَتكلم وَهُوَ فِي تِلْكَ الْحَال خَاضَ فِي الرَّحْمَة برجليه كخائض المَاء برجليه

رَوَاهُ ابْن مَاجَه عَن إِسْمَاعِيل بن عَيَّاش حَدثنِي حميد بن أبي سوية وَحسنه بعض مَشَايِخنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬৭ | মুসলিম বাংলা