আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৬৯
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৬৯. হযরত ইবন আব্বাস (রা) থেকেই বর্ণিত যে নবী করীম ﷺ বলেছেন: বায়তুল্লাহর চতুষ্পার্শ্বে তাওয়াফ করা সালাতের মতই। তবে ব্যতিক্রম এই যে, তোমরা এতে কথা বলতে পার। অতএব যে ব্যক্তি তাওয়াফের সময় কথা বলে, সে যেন উত্তম কথা ছাড়া অন্য কিছু না বলে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইব্ন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি হযরত ইব্ন আব্বাস (রা) থেকে মাওকুফ পদ্ধতিতে বর্ণিত হয়েছে। এটি মারফু হাদীস হিসেবে কেবল আতা ইবনুস সায়িব সূত্রেই বর্ণিত হয়েছে।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইব্ন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি হযরত ইব্ন আব্বাস (রা) থেকে মাওকুফ পদ্ধতিতে বর্ণিত হয়েছে। এটি মারফু হাদীস হিসেবে কেবল আতা ইবনুস সায়িব সূত্রেই বর্ণিত হয়েছে।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1769- وَعَن ابْن عَبَّاس أَيْضا رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الطّواف حول الْبَيْت صَلَاة إِلَّا أَنكُمْ تتكلمون فِيهِ فَمن تكلم فِيهِ فَلَا يتَكَلَّم إِلَّا بِخَير
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ التِّرْمِذِيّ وَقد رُوِيَ عَن ابْن عَبَّاس مَوْقُوفا وَلَا نعرفه مَرْفُوعا إِلَّا من حَدِيث عَطاء بن السَّائِب
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ التِّرْمِذِيّ وَقد رُوِيَ عَن ابْن عَبَّاس مَوْقُوفا وَلَا نعرفه مَرْفُوعا إِلَّا من حَدِيث عَطاء بن السَّائِب