আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৭৭৬
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৭৬. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: কিয়ামতের দিন রুকনে ইয়ামানী আবু কুবায়স পাহাড়ের চেয়েও বিরাট আকৃতিতে উপস্থিত হবে। তার দু'টি জিহ্ববা ও দু'টি ঠোঁট থাকবে।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন। তাবারানীও এটি 'আওসাতে' বর্ণনা করেন। তারাবানী এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন: রুকনে ইয়ামানী তার স্পর্শকারীর জন্য সত্য সত্য সাক্ষ্য দিবে। আর এটি যেন আল্লাহর ডান হাত, যা দিয়ে তিনি আপন বান্দাদের সাথে মুসাফাহা করেন। ইবন খুযায়মাও হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে এতটুকু অতিরিক্তসহ বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি তাকে (খালেস) নিয়্যত সহকারে স্পর্শ করেছে, তার বেলায় সে কথা বলবে। আর এটি যেন। আল্লাহর ডান হাত যা দিয়ে তিনি আপন বান্দাদের সাথে মুসাফাহা করেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1776- وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْتِي الرُّكْن الْيَمَانِيّ يَوْم الْقِيَامَة أعظم من أبي قبيس لَهُ لسانان وشفتان

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
وَزَاد يشْهد لمن استلمه بِالْحَقِّ وَهُوَ يَمِين الله عز وَجل يُصَافح بهَا خلقه
وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَزَاد يتَكَلَّم عَمَّن استلمه بِالنِّيَّةِ وَهُوَ يَمِين الله الَّتِي يُصَافح بهَا خلقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৭৬ | মুসলিম বাংলা