আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৭৮৩
অধ্যায়ঃ হজ্জ
তওয়াফ, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীকে স্পর্শ করার প্রতি উৎসাহ দান ও দু'টির ফযীলত প্রসঙ্গ, মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহয় প্রবেশের ফযীলত
১৭৮৩. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ -কে কাবায় হেলান দিয়ে একথা বলতে শুনেছি: হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহীম বেহেশতী চুণিসমূহের মধ্যকার দু'টি চুণি। আল্লাহ্ তা'আলা যদি এ দুটোকে নিষ্প্রভ করে না দিতেন, তবে এগুলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল কিছুকে উজ্জ্বল করে রাখত।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটি রাজা ইবন সাবীহ সূত্রে বর্ণনা করেন। হাকিমও এটি বর্ণনা করেন। এ সূত্রেই বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটি রাজা ইবন সাবীহ সূত্রে বর্ণনা করেন। হাকিমও এটি বর্ণনা করেন। এ সূত্রেই বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الطّواف واستلام الْحجر الْأسود والركن الْيَمَانِيّ وَمَا جَاءَ فِي فضلهما وَفضل الْمقَام وَدخُول الْبَيْت
1783- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ مُسْند ظَهره إِلَى الْكَعْبَة يَقُول الرُّكْن وَالْمقَام ياقوتتان من يَوَاقِيت الْجنَّة وَلَوْلَا أَن الله تَعَالَى طمس نورهما لأضاءتا مَا بَين الْمشرق وَالْمغْرب
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة رَجَاء بن صبيح وَالْحَاكِم وَمن طَرِيقه الْبَيْهَقِيّ
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة رَجَاء بن صبيح وَالْحَاكِم وَمن طَرِيقه الْبَيْهَقِيّ