আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮১৪
অধ্যায়ঃ হজ্জ
কঙ্কর নিক্ষেপের প্রতি উৎসাহ দান এবং এটি উপরে উঠিয়ে নেয়া প্রসঙ্গে হাদীস
১৮১৪. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে মারফু সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: ইবরাহীম খলীলুল্লাহ (আ) যখন কুরবানী করতে আসলেন, তখন জামরাতুল আকাবার নিকট শয়তান তাঁর সামনে এসে দাঁড়াল। তিনি তার দিকে সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন আর সে মাটিতে ধ্বসে পড়ল। তারপর সে দ্বিতীয় জামরার কাছে আবার তাঁর সামনে আসল। তিনি তার প্রতি সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন। সে মাটিতে ধ্বসে গেল। আবার সে তৃতীয় জামরার কাছে তাঁর সামনে আসল। তিনি আবার তার প্রতি সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন, আর সে মাটিতে ধ্বসে গেল।হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, তোমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছ আর তোমাদের পিতা ইবরাহীম (আ)-এর মিল্লাতের অনুসরণ করছ।
(হাদীসটি ইব্‌ন খুযাযমা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي رمي الْجمار وَمَا جَاءَ فِي رَفعهَا
1814- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا رَفعه إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لما أَتَى إِبْرَاهِيم خَلِيل الله صلوَات الله عَلَيْهِ وَسَلَامه الْمَنَاسِك عرض لَهُ الشَّيْطَان عِنْد جَمْرَة الْعقبَة فَرَمَاهُ بِسبع حَصَيَات حَتَّى ساخ فِي الأَرْض ثمَّ عرض لَهُ عِنْد الْجَمْرَة الثَّانِيَة فَرَمَاهُ بِسبع حَصَيَات حَتَّى ساخ فِي الأَرْض ثمَّ عرض لَهُ عِنْد الْجَمْرَة الثَّالِثَة فَرَمَاهُ بِسبع حَصَيَات حَتَّى ساخ فِي الأَرْض قَالَ ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا الشَّيْطَان ترجمون وملة أبيكم إِبْرَاهِيم تتبعون

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান