আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮১৭
অধ্যায়ঃ হজ্জ
মিনায় মাথা মুড়ানোর প্রতি উৎসাহ দান
১৮১৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ ﷺ দু'আ করলেন, হে আল্লাহ্! মাথা মুণ্ডনকারীদেরকে তুমি ক্ষমা করে দাও। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! যারা চুল ছাঁটে, তাদের জন্যও দু'আ করুন। তিনি বললেন, হে আল্লাহ্! মাথা মুণ্ডনকারীদেরকে তুমি ক্ষমা করে দাও। তাঁরা আবার বললেন, ইয়া রাসূলাল্লাহ্। যারা চুল ছেঁটে ফেলেছে, তাদের জন্যও দু'আ করুন। তিনি বললেন, হে আল্লাহ্! মাথা মুণ্ডনকারীদেরকে তুমি ক্ষমা করে দাও। তাঁরা আবার বললেন, ইয়া রাসূলাল্লাহ! যারা চুল ছাঁটে, তাদের জন্যও দু'আ করুন। তিনি এবার বললেন, যারা চুল ছাঁটে, তাদেরকেও ক্ষমা করে দাও।
(হাদীসটি বুখারী ও মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي حلق الرَّأْس بمنى
1817- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ اغْفِر للمحلقين
قَالُوا يَا رَسُول الله وللمقصرين
قَالَ اللَّهُمَّ اغْفِر للمحلقين
قَالُوا يَا رَسُول الله وللمقصرين
قَالَ اللَّهُمَّ اغْفِر للمحلقين
قَالُوا يَا رَسُول الله وللمقصرين قَالَ وللمقصرين

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮১৭ | মুসলিম বাংলা