আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮২৫
অধ্যায়ঃ হজ্জ
যমযমের পানিপানের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
১৮২৫. হযরত সাইব (রা) থেকে বর্ণিত। তিনি বলতেন। তোমরা আব্বাসের পানপাত্র থেকে পানিপান কর। কেননা এটি সুন্নত।
(হাদীসটি তাবারানী 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। এর সনদে এমন একজন রাবী রয়েছেন, যার নাম নেয়া হয়নি। অন্যান্য রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي شرب مَاء زَمْزَم وَمَا جَاءَ فِي فَضله
1825- وَعَن السَّائِب رَضِي الله عَنهُ أَنه كَانَ يَقُول اشربوا من سِقَايَة الْعَبَّاس فَإِنَّهُ من السّنة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده رجل لم يسم وبقيته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান