কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ১৮৩০
আন্তর্জাতিক নং: ১৮৩০
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৩০. মুহরিম ব্যক্তি কী ধরনের পোশাক পরিধান করবে।
১৮৩০. আল হুসাইন ইবনে জুনায়দ দামেগালী (রাহঃ) ..... উম্মুল মু‘মিনীন আয়িশা (রাযিঃ) বলেন, আমরা রাসূল্ (ﷺ) এর সাথে (মদীনা হতে) মক্কার উদ্দেশ্যে রওয়ানা হতাম। ইহরাম পরিহিত অবস্থায় আমরা একধরণের সুগন্ধি আমাদের চেহারায় প্রলেপ দিতাম। অতঃপর আমাদের কেউ যখন ঘামিয়ে যেত তখন তার চেহারা থেকে ঘামের সাথে সেই সুগন্ধি বেয়ে পড়তো। নবী করীম (ﷺ) তা দেখা সত্ত্বেও তাকে এরূপ করতে নিষেধ করতেন না।
كتاب المناسك
باب مَا يَلْبَسُ الْمُحْرِمُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْجُنَيْدِ الدَّامَغَانِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ سُوَيْدٍ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ، - رضى الله عنها - حَدَّثَتْهَا قَالَتْ كُنَّا نَخْرُجُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى مَكَّةَ فَنُضَمِّدُ جِبَاهَنَا بِالسُّكِّ الْمُطَيَّبِ عِنْدَ الإِحْرَامِ فَإِذَا عَرِقَتْ إِحْدَانَا سَالَ عَلَى وَجْهِهَا فَيَرَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ يَنْهَاهَا .