আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৩০
অধ্যায়ঃ হজ্জ
সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ্জ করে না, তার প্রতি সতর্কবাণী ও ফরয হজ্জ আদায়ের পর মহিলাদের ঘর আঁকড়ে থাকা প্রসঙ্গ
১৮৩০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ বিদায় হজে আপন সহধর্মিনীদেরকে বলেছিলেন, এটিই তোমাদের হজ্জ, তারপর চাটাইয়ের পিঠ আঁকড়ে থাকবে। বর্ণনাকারী বলেন, পরবর্তী সময়ে তাঁদের সবাই হজ্জ করতে যেতেন, কিন্তু যয়নব বিনত জাহশ ও সাওদা বিনত যাম'আ (রা) এর ব্যতিক্রম ছিলেন। তাঁরা বলতেন, আল্লাহর শপথ। নবী করীম ﷺ থেকে একথা শোনার পর আমাদেরকে কোন বাহন আর ঝাঁকুনি দিতে পারবে না।
ইসহাক তাঁর বর্ণনায় বলেন, তাঁরা বলতেন, রাসুলুল্লাহ ﷺ -এর বাণীঃ "এটিই তোমাদের হজ্জ। তারপর চাটাইয়ের পিঠ আঁকড়ে থাকবে" শোনার পর আমাদেরকে আর কোন বাহন ঝাঁকুনি দিতে পারবে না।
(হাদীসটি আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন। এর সনদটি উত্তম। ইসহাক এ হাদীসটি তাওয়ামা ইধন আবূ যি’ব-এর আযাদকৃত গোলাম সালিহ থেকে বর্ণনা করেছেন। আর হাদীসটি তিনি সালিহ থেকে স্মৃতিভ্রম সৃষ্টির পূর্বে শুনেছিলেন।)
ইসহাক তাঁর বর্ণনায় বলেন, তাঁরা বলতেন, রাসুলুল্লাহ ﷺ -এর বাণীঃ "এটিই তোমাদের হজ্জ। তারপর চাটাইয়ের পিঠ আঁকড়ে থাকবে" শোনার পর আমাদেরকে আর কোন বাহন ঝাঁকুনি দিতে পারবে না।
(হাদীসটি আহমদ ও আবু ইয়ালা বর্ণনা করেছেন। এর সনদটি উত্তম। ইসহাক এ হাদীসটি তাওয়ামা ইধন আবূ যি’ব-এর আযাদকৃত গোলাম সালিহ থেকে বর্ণনা করেছেন। আর হাদীসটি তিনি সালিহ থেকে স্মৃতিভ্রম সৃষ্টির পূর্বে শুনেছিলেন।)
كتاب الْحَج
ترهيب من قدر على الْحَج فَلم يحجّ وَمَا جَاءَ فِي لُزُوم الْمَرْأَة بَيتهَا بعد قَضَاء فرض الْحَج
1830- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لنسائه عَام حجَّة الْوَدَاع هَذِه ثمَّ ظُهُور الْحصْر
قَالَ وَكن كُلهنَّ يحججن إِلَّا زَيْنَب بنت جحش وَسَوْدَة بنت زَمعَة رَضِي الله عَنْهُن وكانتا تقولان وَالله لَا تحركنا دَابَّة بعد إِذْ سمعنَا ذَلِك من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ إِسْحَاق فِي حَدِيثه قَالَتَا وَالله لَا تحركنا دَابَّة بعد قَول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه ثمَّ ظُهُور الْحصْر
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإِسْنَاده حسن رَوَاهُ عَن صَالح مولى التَّوْأَمَة بن أبي ذِئْب وَقد سمع مِنْهُ قبل اخْتِلَاطه
قَالَ وَكن كُلهنَّ يحججن إِلَّا زَيْنَب بنت جحش وَسَوْدَة بنت زَمعَة رَضِي الله عَنْهُن وكانتا تقولان وَالله لَا تحركنا دَابَّة بعد إِذْ سمعنَا ذَلِك من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ إِسْحَاق فِي حَدِيثه قَالَتَا وَالله لَا تحركنا دَابَّة بعد قَول رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه ثمَّ ظُهُور الْحصْر
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَإِسْنَاده حسن رَوَاهُ عَن صَالح مولى التَّوْأَمَة بن أبي ذِئْب وَقد سمع مِنْهُ قبل اخْتِلَاطه