আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২১৯৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২১৯৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কুরআনের কোন একটি আয়াত মনযোগ সহকারে শুনে, তার জন্য একটি পুণ্য লিখে দেয়া হয়। আর এ পুণ্যটি বহুগুণ বাড়িয়ে দেয়া হয়। আর যে ব্যক্তি কুরআনের কোন আয়াত নিজে তিলাওয়াত করে, এটি কিয়ামতের দিন তার জন্য জ্যোতিস্বরূপ হবে।
(হাদীসটি আহমদ উবাদা ইবন মায়সারা সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু এর নির্ভরযোগ্য তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা তিনি এ হাদীসটি হাসানের মাধ্যমে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। অথচ জমহূর আলিমগণের মতে হাসান হযরত আবু হুরায়রা (রা) থেকে হাদীস শুনেননি।)
(হাদীসটি আহমদ উবাদা ইবন মায়সারা সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু এর নির্ভরযোগ্য তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা তিনি এ হাদীসটি হাসানের মাধ্যমে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। অথচ জমহূর আলিমগণের মতে হাসান হযরত আবু হুরায়রা (রা) থেকে হাদীস শুনেননি।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2197- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اسْتمع إِلَى آيَة من كتاب الله كتبت لَهُ حَسَنَة مضاعفة وَمن تَلَاهَا كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد عَن عبَادَة بن ميسرَة
وَاخْتلف فِي توثيقه عَن الْحسن عَن أبي هُرَيْرَة وَالْجُمْهُور على أَن الْحسن لم يسمع من أبي هُرَيْرَة
رَوَاهُ أَحْمد عَن عبَادَة بن ميسرَة
وَاخْتلف فِي توثيقه عَن الْحسن عَن أبي هُرَيْرَة وَالْجُمْهُور على أَن الْحسن لم يسمع من أبي هُرَيْرَة