আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২১৯৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২১৯৯. হযরত আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে মু'মিন কুরআন পাঠ করে, তার উদাহরণ হল আপেল ফলের মত। এর ঘ্রাণ ভাল, স্বাদও উত্তম। আর যে মু'মিন কুরআন পাঠ করে না, সে হল খুরমার মত। এর কোন ঘ্রাণ নেই, তবে এর স্বাদ সুমিষ্ট। যে মুনাফিক কুরআন পাঠ করে, সে হল সুবাসিত ফলের মত। যার ঘ্রাণ ভাল, কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কুরআন পাঠ করে না, সে হল মাকাল ফলের মত। এর কোন ঘ্রাণ নেই এবং স্বাদেও এটা তিক্ত। অপর বর্ণনায় মুনাফিকের স্থলে 'ফাসিক' শব্দ উল্লেখিত হয়েছে।
(হাদীসটি বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। )
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2199- وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الْمُؤمن الَّذِي يقْرَأ الْقُرْآن مثل الأترجة رِيحهَا طيب وطعمها طيب وَمثل الْمُؤمن الَّذِي لَا يقْرَأ الْقُرْآن كَمثل التمرة لَا ريح لَهَا وطعمها حُلْو وَمثل الْمُنَافِق الَّذِي يقْرَأ الْقُرْآن مثل الريحانة رِيحهَا طيب وطعمها مر وَمثل الْمُنَافِق الَّذِي لَا يقْرَأ الْقُرْآن كَمثل الحنظلة لَيْسَ لَهَا ريح وطعمها مر
وَفِي رِوَايَة مثل الْفَاجِر بدل الْمُنَافِق

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান