আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২০৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২০৮. হযরত আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কুরআনের হাফিযকে বলা হবে, তুমি পড়তে থাক আর উর্ধ্ব দিকে আরোহণ করতে থাক। দুনিয়ায় যেভাবে ধীরেস্থিরে কুরআন তিলাওয়াত করতে, এভাবে ধীরেস্থিরে তিলাওয়াত কর। কেননা তোমার ঠিকানা হবে সেখানে, যেখানে গিয়ে তুমি শেষ আয়াতটি তিলাওয়াত করবে।
(হাদীসটি তিরমিযী, আবু দাউদ, ইবন মাজাহ এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি সহীহ।
(খাত্তাবী বলেনঃ) হাদীসের বর্ণনায় এসেছে যে, জান্নাতের স্তরসমূহ কুরআনের আয়াতের সংখ্যা অনুযায়ী তৈরি করে হয়েছে। তাই কুরআন পাঠকারীকে বলা হয়েছে, তুমি কুরআনের যে সংখ্যক আয়াত পাঠ করতে, সে হিসাব জান্নাতের স্তরসমূহে আরোহণ করতে থাক। অতএব যে ব্যক্তি সারা কুরআন পাঠ করেছে, সে জান্নাতের সর্বোচ্চ স্তরে আরোহণ করবে। আর যে কুরআনের অংশবিশেষ পাঠ করেছে, সে এই অংশ অনুপাতে জান্নাতের উঁচুতে আরোহণ করবে। তাই বিনিময় ও পুরষ্কার কুরআন পাঠের অনুপাতেই হবে।)
(হাদীসটি তিরমিযী, আবু দাউদ, ইবন মাজাহ এবং ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি সহীহ।
(খাত্তাবী বলেনঃ) হাদীসের বর্ণনায় এসেছে যে, জান্নাতের স্তরসমূহ কুরআনের আয়াতের সংখ্যা অনুযায়ী তৈরি করে হয়েছে। তাই কুরআন পাঠকারীকে বলা হয়েছে, তুমি কুরআনের যে সংখ্যক আয়াত পাঠ করতে, সে হিসাব জান্নাতের স্তরসমূহে আরোহণ করতে থাক। অতএব যে ব্যক্তি সারা কুরআন পাঠ করেছে, সে জান্নাতের সর্বোচ্চ স্তরে আরোহণ করবে। আর যে কুরআনের অংশবিশেষ পাঠ করেছে, সে এই অংশ অনুপাতে জান্নাতের উঁচুতে আরোহণ করবে। তাই বিনিময় ও পুরষ্কার কুরআন পাঠের অনুপাতেই হবে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2208- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُقَال لصَاحب الْقُرْآن اقْرَأ وارق ورتل كَمَا كنت ترتل فِي الدُّنْيَا فَإِن مَنْزِلك عِنْد آخر آيَة تقرؤها
رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث صَحِيح
قَالَ الْخطابِيّ جَاءَ فِي الْأَثر أَن عدد آي الْقُرْآن على قدر درج الْجنَّة فَيُقَال للقارىء ارق فِي الدرج على قدر مَا كنت تقْرَأ من آي الْقُرْآن فَمن استوفى قِرَاءَة جَمِيع الْقُرْآن استولى على أقْصَى درج الْجنَّة فِي الْآخِرَة وَمن قَرَأَ جُزْءا مِنْهُ كَانَ رقِيه فِي الدرج على قدر ذَلِك فَيكون مُنْتَهى الثَّوَاب عِنْد مُنْتَهى الْقِرَاءَة
رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث صَحِيح
قَالَ الْخطابِيّ جَاءَ فِي الْأَثر أَن عدد آي الْقُرْآن على قدر درج الْجنَّة فَيُقَال للقارىء ارق فِي الدرج على قدر مَا كنت تقْرَأ من آي الْقُرْآن فَمن استوفى قِرَاءَة جَمِيع الْقُرْآن استولى على أقْصَى درج الْجنَّة فِي الْآخِرَة وَمن قَرَأَ جُزْءا مِنْهُ كَانَ رقِيه فِي الدرج على قدر ذَلِك فَيكون مُنْتَهى الثَّوَاب عِنْد مُنْتَهى الْقِرَاءَة