আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২১২
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি সেনাদল প্রেরণ করলেন, তারা সংখ্যায় ছিল অনেক। তিনি তাদের সবার কুরআন তিলাওয়াত শুনতে চাইলেন অর্থাৎ কে কুরআন কতটুকু অংশ পাঠ করতে পারে তা দেখতে চাইলেন। এক পর্যায়ে তিনি সেনাদলের সবচেয়ে কম বয়সী যুবকটির কাছে আসলেন এবং বললেন, তোমার কাছে কুরআনের কি পরিমাণ রয়েছে? সে বলল, আমার কাছে অমুক অমুক অংশ ও সূরা বাকারা রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার কাছে সূরা বাকারা রয়েছে? সে বলল, জ্বী হ্যাঁ। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যাও তুমিই তাদের আমীর। সেনাদলের জনৈক শরীফ ব্যক্তি বলল, আল্লাহর কসম, সূরা বাকারা শিখতে আমাকে কোন জিনিস বাধা দেয়নি, কিন্তু এ ভয় যে, আমি এর হক আদায় করতে পারব না। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, তোমরা কুরআন শিক্ষা কর ও তা পাঠ কর। কারণ যে ব্যক্তি কুরআন শিক্ষা করল ও তা পাঠ করল, তার উদাহরণ হল মিশকপূর্ণ থলের ন্যায়। এর সুবাস সকল স্থানে ছড়িয়ে যায়, আর যে ব্যক্তি কুরআন শিখে একে পেটে নিয়ে ঘুমিয়ে থাকে, তার উদাহরণ হল ঐ থলের ন্যায় যাতে মিশ্‌ক রয়েছে অথচ তার মুখটি বন্ধ করে রাখা হয়েছে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিনি বলেছেনঃ হাদীসটি হাসান। ইবন মাজাহও এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2212- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ بعث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعثا وهم ذَوُو عدد فاستقرأهم فاستقرأ كل رجل مِنْهُم يَعْنِي مَا مَعَه من الْقُرْآن فَأتى على رجل من أحدثهم سنا فَقَالَ مَا مَعَك يَا فلَان قَالَ معي كَذَا وَكَذَا وَسورَة الْبَقَرَة فَقَالَ أَمَعَك سُورَة الْبَقَرَة قَالَ نعم
قَالَ اذْهَبْ فَأَنت أَمِيرهمْ فَقَالَ رجل من أَشْرَافهم وَالله مَا مَنَعَنِي أَن أتعلم الْبَقَرَة إِلَّا خشيَة أَلا أقوم بهَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تعلمُوا الْقُرْآن واقرؤوه فَإِن مثل الْقُرْآن لمن تعلمه فقرأه كَمثل جراب محشو مسكا يفوح رِيحه فِي كل مَكَان وَمن تعلمه فيرقد وَهُوَ فِي جَوْفه فَمثله كَمثل جراب أوكىء على مسك

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن وَابْن مَاجَه مُخْتَصرا وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২১২ | মুসলিম বাংলা