আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২১৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৯. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার জনৈক ক্বারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। লোকটি তখন কুরআন পাঠ করছিল এবং তারপর মানুষের কাছে ভিক্ষা চাইছিল। এ অবস্থা দেখে তিনি 'ইন্নালিল্লাহি' পড়লেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি কুরআন পাঠ করে, সে যেন আল্লাহর কাছেই প্রার্থনা করে। কেননা অচিরেই এমন কিছু লোকের উদ্ভব হবে যারা কুরআন পাঠ করবে এবং এর মাধ্যমে মানুষের কাছে ভিক্ষা চাইবে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ হাদীসটি হাসান।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এ হাদীসটি হাসান।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2219- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا أَنه مر على قارىء يقْرَأ ثمَّ سَأَلَ فَاسْتَرْجع ثمَّ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَرَأَ الْقُرْآن فليسأل الله بِهِ فَإِنَّهُ سَيَجِيءُ أَقوام يقرؤون الْقُرْآن يسْأَلُون بِهِ النَّاس
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن