আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২২৯৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২২৯৭. হযরত ইবন আব্বাস (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ মহান আল্লাহ্ বলেনঃ হে আদম সন্তান। তুমি যখন নির্জনে আমাকে স্মরণ করবে, আমিও তোমাকে একাকী স্মরণ করি। আর তুমি যখন আমাকে কোন সমাবেশে স্মরণ করবে, আমি তখন তোমাদের সমাবেশের চেয়ে উত্তম সমাবেশে তোমাদের আলোচনা করব।
(হাদীসটি বায্যার বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি বায্যার বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2297- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ الله تبَارك وَتَعَالَى يَا ابْن آدم إِذا ذَكرتني خَالِيا ذكرتك خَالِيا وَإِذا ذَكرتني فِي ملإ ذكرتك فِي ملإ خير من الَّذين تذكرني فيهم
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح