আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩০২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০২. সালিম ইব্ন আবুল জা'দ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবুদ দারদা (রা)-কে বলা হল, এক ব্যক্তি একশত দাসকে আযাদ করে দিয়েছে। তিনি বললেন, এক ব্যক্তির সম্পদ থেকে একশত গোলাম আযাদ করা কম কথা নয়। কিন্তু এর চেয়ে উত্তম কাজ হল অহোরাত্র উপস্থিত ঈমান এবং তোমাদের কারো রসনা আল্লাহর যিকরসিক্ত থাকা।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া হাসান সনদে মওকূফ'রূপে বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া হাসান সনদে মওকূফ'রূপে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2302 - وَعَن سَالم بن أبي الْجَعْد رَضِي الله عَنهُ قَالَ قيل لابي الدَّرْدَاء رَضِي الله عَنهُ إِن رجلا أعتق مائَة نسمَة قَالَ إِن مائَة نسمَة من مَال رجل لكثير وَأفضل من ذَلِك إِيمَان ملزوم بِاللَّيْلِ وَالنَّهَار وَأَن لَا يزَال لِسَان أحدكُم رطبا من ذكر الله
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا بِإِسْنَاد حسن