আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৩৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৭. হযরত আবূ হুরায়রা ও আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তাঁরা রাসুলুল্লাহ্ (ﷺ) -কে সাক্ষী রেখে বলেন যে, তিনি বলেছেনঃ কোন মানবগোষ্ঠী যখন আল্লাহর যিকর করতে বসে, তখন ফিরিশতাগণ তাদেরকে ঘিরে নেয়। আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং তাদের উপর প্রশান্তি নাযিল হয়। আর আল্লাহ্ তাঁর নিকটের ফিরিশতাদের কাছে তাদের আলোচনা করেন।
(হাদীসটি মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2337- وَعَن أبي هُرَيْرَة وَأبي سعيد رَضِي الله عَنْهُمَا أَنَّهُمَا شَهدا على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لَا يقْعد قوم يذكرُونَ الله إِلَّا حفتهم الْمَلَائِكَة وَغَشِيَتْهُمْ الرَّحْمَة وَنزلت عَلَيْهِم السكينَة وَذكرهمْ الله فِيمَن عِنْده

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান