আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৫০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৫০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। কিয়ামতের দিন আপনার শাফায়াত লাভে কে সর্বাধিক সৌভাগ্যশালী হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবু হুরায়রা! তোমার হাদীস শিখার আগ্রহ দেখে আমি অবশ্যই ধারণা করেছিলাম যে, এ বিষয়ে তোমার পূর্বে আর কেউ প্রশ্ন করবে না। কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সর্বাধিক সৌভাগ্যশালী হবে ঐ ব্যক্তি, যে খাঁটি অন্তরে অথবা খাঁটি মনে "লা ইলাহা ইল্লাল্লাহ" পাঠ করেছে।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2350- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله من أسعد النَّاس بشفاعتك يَوْم الْقِيَامَة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد ظَنَنْت يَا أَبَا هُرَيْرَة أَن لَا يسألني عَن هَذَا الحَدِيث أحد أول مِنْك لما رَأَيْت من حرصك على الحَدِيث أسعد النَّاس بشفاعتي يَوْم الْقِيَامَة من قَالَ لَا إِلَه إِلَّا الله خَالِصا من قلبه أَو نَفسه

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৩৫০ | মুসলিম বাংলা