আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৭১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৭১. হযরত আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃঃ ও কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা সমস্ত সৃষ্টি জগতের সম্মুখে আমার উম্মতের এক ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করবেন ও তার সামনে ৯৯টি ফাইল খুলে ধরবেন। এর প্রতিটি ফাইল দৃষ্টিসীমার শেষ পর্যন্ত বিস্তৃত আকারের হবে।
তারপর আল্লাহ বলবেন, তুমি কি এর মধ্য থেকে কোনটি অস্বীকার করবে? আমার সংরক্ষণকারী লিখকগণ কি তোমার উপর যুলুম করেছে? সে বলবে, জ্বী না প্রভূ! আল্লাহ তখন বলবেন, হ্যাঁ, আমার নিকট তোমার একটি পুণ্য আছে আর তোমার উপর তো আজ কোন প্রকার যুলম করা হবে না। এই বলে একটি চিরকূট বের করে আনা হবে, যার মধ্যে লিখা থাকবেঃ "আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।" আল্লাহ বলবেন, তুমি ওজনের ক্ষেত্রে উপস্থিত হও। সে বলবে, এ সকল ফাইলের সামনে এই ক্ষুদ্র চিরকুটের কি মূল্য হবে? আল্লাহ বলবেন, তোমার উপর যুলম তো করা হবে না। তারপর এই ফাইলগুলো এক পাল্লায় ও ঐ চিরকুটটি অপর পাল্লায় রাখা হবে। তখন ফাইলগুলো হালকা ও চিরকুটটি ভারী প্রতিপন্ন হবে। বস্তুত আল্লাহর নামের তুলনায় অন্য কোন জিনিস ভারী হতে পারে না।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃঃ এটি হাসান-গরীব। ইবন মাজাহ, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে, হাকিম এবং বায়হাকীও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
তারপর আল্লাহ বলবেন, তুমি কি এর মধ্য থেকে কোনটি অস্বীকার করবে? আমার সংরক্ষণকারী লিখকগণ কি তোমার উপর যুলুম করেছে? সে বলবে, জ্বী না প্রভূ! আল্লাহ তখন বলবেন, হ্যাঁ, আমার নিকট তোমার একটি পুণ্য আছে আর তোমার উপর তো আজ কোন প্রকার যুলম করা হবে না। এই বলে একটি চিরকূট বের করে আনা হবে, যার মধ্যে লিখা থাকবেঃ "আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।" আল্লাহ বলবেন, তুমি ওজনের ক্ষেত্রে উপস্থিত হও। সে বলবে, এ সকল ফাইলের সামনে এই ক্ষুদ্র চিরকুটের কি মূল্য হবে? আল্লাহ বলবেন, তোমার উপর যুলম তো করা হবে না। তারপর এই ফাইলগুলো এক পাল্লায় ও ঐ চিরকুটটি অপর পাল্লায় রাখা হবে। তখন ফাইলগুলো হালকা ও চিরকুটটি ভারী প্রতিপন্ন হবে। বস্তুত আল্লাহর নামের তুলনায় অন্য কোন জিনিস ভারী হতে পারে না।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃঃ এটি হাসান-গরীব। ইবন মাজাহ, ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে, হাকিম এবং বায়হাকীও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2371- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يستخلص رجلا من أمتِي على رُؤُوس الْخَلَائق يَوْم الْقِيَامَة فينشر عَلَيْهِ تِسْعَة وَتِسْعين سجلا كل سجل مثل مد الْبَصَر ثمَّ يَقُول أتنكر من هَذَا شَيْئا أظلمك كتبتي الحافظون فَيَقُول لَا يَا رب فَيَقُول أَفَلَك عذر فَقَالَ لَا يَا رب فَيَقُول الله تَعَالَى بلَى إِن لَك عندنَا حَسَنَة فَإِنَّهُ لَا ظلم عَلَيْك الْيَوْم فَتخرج بطاقة فِيهَا أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله فَيَقُول احضر وزنك فَيَقُول يَا رب مَا هَذِه البطاقة مَعَ هَذِه السجلات فَقَالَ فَإنَّك لَا تظلم فتوضع السجلات فِي كفة والبطاقة فِي كفة فطاشت السجلات وثقلت البطاقة فَلَا يثقل مَعَ اسْم الله شَيْء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم