আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৭৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু' বাক্যটি পাঠের প্রতি উৎসাহ দান
২৩৭৩. আহমদ এবং তাবারানী এটি এভাবে বর্ণনা করেছেন। এ দু'আটি দশটি অথবা একটি দাস মুক্তির পুণ্যের সমান হবে। তাবারানী এরূপ শব্দমালায়ও হাদীসটি বর্ণনা করেছেনঃ "বনী ইসমাঈলের দশটি দাসমুক্তির সমপরিমাণ পুণ্য লাভ হবে।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ
2373- وَرَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فَقَالَا كن لَهُ عدل عشر رِقَاب أَو رَقَبَة على الشَّك فِيهِ وَقَالَ الطَّبَرَانِيّ فِي بعض أَلْفَاظه كن لَهُ كَعدْل عشر رِقَاب من ولد إِسْمَاعِيل عَلَيْهِ السَّلَام من غير شكّ