আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৭৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু' বাক্যটি পাঠের প্রতি উৎসাহ দান
২৩৭৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
দু'আটি পাঠ করবে, তার অন্য কোন নেক আমল এর তুল্য হবে না। আর এর সাথে কোন গুনাহ অবশিষ্ট থাকবে না।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ্ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য ও উত্তীর্ণ। সুলায়ম ইবন উসমান তাঈ ফাওযী-এর অবস্থা খুলে বলা হবে।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
দু'আটি পাঠ করবে, তার অন্য কোন নেক আমল এর তুল্য হবে না। আর এর সাথে কোন গুনাহ অবশিষ্ট থাকবে না।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ্ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য ও উত্তীর্ণ। সুলায়ম ইবন উসমান তাঈ ফাওযী-এর অবস্থা খুলে বলা হবে।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ
2377- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير لم يسبقها عمل وَلم يبْق مَعهَا سَيِّئَة
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وسليم بن عُثْمَان الطَّائِي ثمَّ الفوزي يكْشف حَاله
وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وسليم بن عُثْمَان الطَّائِي ثمَّ الفوزي يكْشف حَاله