আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬২২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
ব্যবসা ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬২২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে ক্লান্ত অবস্থায় সন্ধ্যায় উপনীত হল, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সন্ধ্যা করল।
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। ইস্পাহানী এটি হযরত ইবন আব্বাস (রা)-এর হাদীসরূপে বর্ণনা করেছেন। এ অধ্যায়ের অনেক হাদীস ভিক্ষাবৃত্তি সংক্রান্ত অধ্যায়ে ইতিপূর্বেই এসে গিয়েছে। 'তাই এগুলোর পুণরোল্লেখের কোন প্রয়োজন নেই।)
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। ইস্পাহানী এটি হযরত ইবন আব্বাস (রা)-এর হাদীসরূপে বর্ণনা করেছেন। এ অধ্যায়ের অনেক হাদীস ভিক্ষাবৃত্তি সংক্রান্ত অধ্যায়ে ইতিপূর্বেই এসে গিয়েছে। 'তাই এগুলোর পুণরোল্লেখের কোন প্রয়োজন নেই।)
كتاب البيوع
كتاب الْبيُوع وَغَيرهَا
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
التَّرْغِيب فِي الِاكْتِسَاب بِالْبيعِ وَغَيره
2622- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَمْسَى كالا من عمل يَده أَمْسَى مغفورا لَهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والأصبهاني من حَدِيث ابْن عَبَّاس وَتقدم من هَذَا الْبَاب غير مَا حَدِيث فِي الْمَسْأَلَة أغْنى عَن إِعَادَتهَا هُنَا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط والأصبهاني من حَدِيث ابْن عَبَّاس وَتقدم من هَذَا الْبَاب غير مَا حَدِيث فِي الْمَسْأَلَة أغْنى عَن إِعَادَتهَا هُنَا