আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬২৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা জীবিকার সন্ধানে প্রত্যুষে বেরিয়ে পড়। কেননা সকালবেলার সাধনা বরকত ও সাফল্য বয়ে আনে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেন।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। তাবারানীও এটি তাঁর 'আওসাতে' বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2624- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم باكروا الغدو فِي طلب الرزق فَإِن الغدو بركَة ونجاح
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط