আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬২৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জন ইত্যাদিতে প্রত্যুষে গমনের প্রতি উৎসাহ দান এবং প্রভাত-নিদ্রা প্রসঙ্গ
২৬২৮. ইবন মাজাহ হযরত আলী (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূর্যোদয়ের পূর্বে নিদ্রা যেতে নিষেধ করেছেন।
كتاب البيوع
التَّرْغِيب فِي البكور فِي طلب الرزق وَغَيره وَمَا جَاءَ فِي نوم الصبحة
2628- وروى ابْن مَاجَه من حَدِيث عَليّ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن النّوم قبل طُلُوع الشَّمْس
tahqiqতাহকীক:তাহকীক চলমান