আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৩০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্‌র করার প্রতি উৎসাহ দান
২৬৩০. হযরত আবূ কিলাবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন দু'ব্যক্তি বাজারে পরস্পরে সাক্ষাৎ করল। তাদের একজন অপরজনকে বলল, এস, মানুষের এই গাফলত এবং ব্যস্ততার সময় আমরা আল্লাহর নিকট ইস্তিগফার করি। তারপর সে ব্যক্তি তাই করল। কিছুদিন পর তাদের একজন মারা গেলে অপরজন তাকে স্বপ্নে দেখল। লোকটি বলছিলঃ আমার দৃঢ় বিশ্বাস যে, যেদিন বিকালে আমরা বাজারে পরস্পর মিলিত হয়েছিলাম, সে দিনই আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছিলেন।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2630- وَعَن أبي قلَابَة رَضِي الله عَنهُ قَالَ التقى رجلَانِ فِي السُّوق فَقَالَ أَحدهمَا للْآخر تعال نَسْتَغْفِر الله فِي غَفلَة النَّاس فَفعل فَمَاتَ أَحدهمَا فَلَقِيَهُ الآخر فِي النّوم فَقَالَ علمت أَن الله غفر لنا عَشِيَّة الْتَقَيْنَا فِي السُّوق

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান