আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৩৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৩৯. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সকল আমল মানুষকে জান্নাতের নিকটবর্তী করে দেয়, আমি তোমাদেরকে এগুলো পালনের নির্দেশ দিয়েছি। আর যে সকল আমল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এগুলো থেকে আমি তোমাদেরকে বারণ করেছি। অতএব তোমাদের কেউ যেন রিযকের আগমনে বিলম্ব দেখে অস্থির হয়ে না পড়ে। কেননা জিবরাঈল (আ) আমার অন্তরে এ কথা ঢেলে দিয়ে গেছেন যে, তোমাদের কেউ তার নির্ধারিত রিযক পূর্ণ না করে দুনিয়া থেকে বিদায় হবে না। অতএব হে লোক সকল। তোমরা আল্লাহকে ভয় করবে এবং জীবিকা অন্বেষণে উত্তম পন্থা অবলম্বন করবে। অতঃপর যদি কেউ মনে করে যে, তার রিযক আসতে দেরী হচ্ছে, তবে সে যেন আল্লাহর অবাধ্যতা দ্বারা তা অন্বেষণ না করে। কারণ আল্লাহর অনুগ্রহ তাঁকে অসন্তুষ্ট করে লাভ করা যায় না।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2639- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَيْسَ من عمل يقرب من الْجنَّة إِلَّا قد أَمرتكُم بِهِ وَلَا عمل يقرب من النَّار إِلَّا وَقد نَهَيْتُكُمْ عَنهُ فَلَا يستبطئن أحد مِنْكُم رزقه فَإِن جِبْرِيل ألْقى فِي روعي أَن أحدا مِنْكُم لن يخرج من الدُّنْيَا حَتَّى يستكمل رزقه فَاتَّقُوا الله أَيهَا النَّاس وأجملوا فِي الطّلب فَإِن استبطأ أحد مِنْكُم رزقه فَلَا يَطْلُبهُ بِمَعْصِيَة الله فَإِن الله لَا ينَال فَضله بمعصيته

رَوَاهُ الْحَاكِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান