আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৪১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৪১. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন রাসূলুল্লাহ (ﷺ) ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি ডেকে বললেন, তোমরা আমার দিকে এস। তখন সবাই তাঁর কাছে এসে বসল। তিনি বললেন। ইনি হচ্ছেন আল্লাহ রাববুল আলামীনের দূত জিবরাঈল আলাইহিস সালাম। আমার অন্তরে তিনি একথা ঢেলে দিয়েছেন যে, কোন প্রাণীই তার রিযক পূর্ণ করার পূর্বে মৃত্যুমুখে পতিত হবে না। অতএব কারো রিযক আসতে যদি বিলম্ব ঘটে, তবে আল্লাহকে ভয় করে চলবে এবং রিযক অন্বেষণে সাধুতা অবলম্বন করবে। রিযক প্রাপ্তির বিলম্ব তোমাদেরকে যেন অন্যায়ভাবে তা গ্রহণ করতে প্ররোচিত না করে। কেননা আল্লাহর নিকট যে রিযক রয়েছে, তা কেবল তাঁর আনুগত্যের মাধ্যমেই লাভ করা যেতে পারে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন। কুদামা ইবন যাইদা ইবন কুদামা ব্যতীত এর সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য। তবে কুদামার দোষ-গুণ সম্পর্কে আমার এখন কিছু মনে পড়ছে না।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2641- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ قَامَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَدَعَا النَّاس فَقَالَ هلموا إِلَيّ فَأَقْبَلُوا إِلَيْهِ فجلسوا فَقَالَ هَذَا رَسُول رب الْعَالمين جِبْرِيل عَلَيْهِ السَّلَام نفث فِي روعي أَنه لَا تَمُوت نفس حَتَّى تستكمل رزقها فَإِن أَبْطَأَ عَلَيْهَا فَاتَّقُوا الله وأجملوا فِي الطّلب وَلَا
يحملنكم استبطاء الرزق أَن تأخذوه بِمَعْصِيَة الله فَإِن الله لَا ينَال مَا عِنْده إِلَّا بِطَاعَتِهِ

رَوَاهُ الْبَزَّار وَرُوَاته ثِقَات إِلَّا قدامَة بن زَائِدَة بن قدامَة فَإِنَّهُ لَا يحضرني فِيهِ جرح وَلَا تَعْدِيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬৪১ | মুসলিম বাংলা