আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৪৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৪৬. হযরত মুআবিয়া ইবন আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ 'তুমি এ ধারণায় কোন বিষয়ে তাড়াহুড়া করো না যে, তড়িঘড়ি করলেই আমি তা পেয়ে যাব। কেননা তোমার ভাগ্যে না থাকলে তুমি তা পাবে না। আর তুমি কোন বিষয় থেকে এ ধারণায় পিছনে থেকো না যে, সরে থাকলেই আমি তা থেকে বেঁচে যাব। কেননা আল্লাহ তোমার ভাগ্যে তা লিখে দিয়ে থাকলে তুমি তা থেকে বাঁচতে পারবে না।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2646- وَرُوِيَ عَن مُعَاوِيَة بن أبي سُفْيَان رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تعجلن إِلَى شَيْء تظن أَنَّك إِن استعجلت إِلَيْهِ أَنَّك مدركه إِن كَانَ لم يقدر لَك ذَلِك وَلَا تستأخرن عَن شَيْء تظن أَنَّك إِن استأخرت عَنهُ أَنه مَدْفُوع عَنْك إِن كَانَ الله قدره عَلَيْك

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান