আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৪৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৪৮. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ এমন কোন প্রভাত সৃষ্টি করেননি যে, আসমান ও যমীনের কোন ফিরিশতা এ দিবসে আল্লাহ্ কি ফায়সালা করবেন তা বলতে পারে। তবে বান্দার জন্য তার রিযক নির্ধারিত হয়ে আছে। অতএব জিন্ন ও ইনসান সকলে সমবেত হয়েও যদি বান্দার রিযক ফিরিয়ে রাখতে চায়, তবুও তারা তা করতে সক্ষম হবে না।
(হাদীসটি তাবারানী একটি দুর্বল সনদে বর্ণনা করেছেন। সম্ভবত হাদীসটি মাওকুফ হবে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2648- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا خلق الله من صباح يعلم ملك من السَّمَاء وَلَا فِي الأَرْض مَا يصنع الله فِي ذَلِك الْيَوْم وَإِن العَبْد لَهُ
رزقه فَلَو اجْتمع عَلَيْهِ الثَّقَلَان الْجِنّ وَالْإِنْس أَن يصدوا عَنهُ شَيْئا من ذَلِك مَا اسْتَطَاعُوا

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لين وَيُشبه أَن يكون مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান