আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৫৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৫৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়া উপার্জনই যে ব্যক্তির উদ্দেশ্য ও নেশা হয় এবং দুনিয়াই যার লক্ষ্য ও কাম্য হয়, আল্লাহ তার দু'চোখের মাঝে দারিদ্র্য ঢেলে দিবেন এবং তাঁর সবকিছু বিশৃংখলা করে দিবেন। আর দুনিয়া থেকে সে কেবল ততটুকুই পাবে যতটুকু তার ভাগ্যে নির্ধারিত ছিল। আর যে ব্যক্তির লক্ষ্য ও উদিষ্ট আখিরাত হয় এবং একেই সে লক্ষ্য স্থির করে ও একেই কামনা করে, মহান আল্লাহ তার অন্তরকে প্রাচুর্যে ভরে দিবেন, তার সকল কিছু সুশৃংখল করে দিবেন এবং দুনিয়া অপমানিত হয়ে তার কাছে ধরা দিবে।
(হাদীসটি বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাবারানীর। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তিরমিযী হাদীসটি আরেকটু সংক্ষেপে বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত শব্দমাল্য "ইবাদতের জন্য সময় দান" শীর্ষক অনুচ্ছেদে আসবে ইনশা আল্লাহ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2653- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من كَانَت الدُّنْيَا همته وسدمه وَلها شخص وَإِيَّاهَا يَنْوِي جعل الله الْفقر بَين عَيْنَيْهِ وشتت عَلَيْهِ ضيعته وَلم يَأْته مِنْهَا إِلَّا مَا كتب لَهُ مِنْهَا وَمن كَانَت الْآخِرَة همته وسدمه وَلها شخص وَإِيَّاهَا يَنْوِي جعل الله عز وَجل الْغنى فِي قلبه وَجمع عَلَيْهِ ضيعته وأتته الدُّنْيَا وَهِي صاغرة

رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ التِّرْمِذِيّ أخصر من هَذَا وَيَأْتِي لَفظه فِي الْفَرَاغ لِلْعِبَادَةِ إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান