আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৫৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৫৫. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যাক্তি দুনিয়ার নেশা নিয়েই প্রভাত করল, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক রইল না। যে ব্যক্তি মুসলমানদের কল্যাণ চিন্তা করল না, সে তাদের অন্তর্ভুক্ত থাকল না। আর যে ব্যক্তি কোন অপারগতা ছাড়া স্বেচ্ছায় আত্ম অবমাননা করল, সে আমাদের কেউ নয়।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2655- وَرُوِيَ عَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح وهمه الدُّنْيَا فَلَيْسَ من الله فِي شَيْء وَمن لم يهتم بِالْمُسْلِمين فَلَيْسَ مِنْهُم وَمن أعْطى الذلة من نَفسه طَائِعا غير مكره فَلَيْسَ منا
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ