আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৫৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৫৮. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহকে অসন্তষ্ট করে তুমি কাউকে খুশি করার চেষ্টা করো না। আল্লাহর অনুগ্রহ পেয়ে অন্য কারো প্রশংসা করো না এবং আল্লাহ্ তোমাকে কোন কিছু না দিলে অন্য কারো নিন্দাবাদ করো না। কেননা কোন লোভীর লোভ আল্লাহর রিযককে তোমার নিকট নিয়ে আসতে পারবে না এবং কোন অসন্তুষ্ট ব্যক্তির অসন্তুষ্টি তোমার থেকে তা সরিয়েও রাখতে পারবে না। আর আল্লাহ তাঁর ন্যায় ও ইনসাফ দ্বারা শান্তি ও সুখের ফায়সালা করেছেন তাঁর সন্তষ্টি ও বিশ্বাসের মধ্যে এবং দুঃখ ও কষ্ট রেখেছেন তার অসন্তুষ্টির মধ্যে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীরে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীরে' বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2658- وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ترْضينَ أحدا بسخط الله وَلَا تحمدن أحدا على فضل الله وَلَا تذمن أحدا على مَا لم يؤتك الله فَإِن رزق الله لَا يَسُوقهُ إِلَيْك حرص حَرِيص وَلَا يردهُ عَنْك كَرَاهِيَة كَارِه وَإِن الله بِقسْطِهِ وعدله جعل الرّوح والفرج فِي الرِّضَا وَالْيَقِين وَجعل الْهم والحزن فِي السخط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير