আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩০৯৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
অধ্যায়: পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।
সাদা কাপড় পরিধানের প্রতি অনুপ্রেরণা
৩০৯৯. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যা পরিধান করে তোমরা কবরে এবং মসজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তন্মধ্যে সর্বোত্তম হল সাদা কাপড়।
(ইবন মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
كتاب اللبَاس والزينة
التَّرْغِيب فِي لبس الْأَبْيَض من الثِّيَاب
3099- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحسن مَا زرتم الله عز وَجل بِهِ فِي قبوركم ومساجدكم الْبيَاض

رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান