আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩০৯৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
অধ্যায়: পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।
সাদা কাপড় পরিধানের প্রতি অনুপ্রেরণা
সাদা কাপড় পরিধানের প্রতি অনুপ্রেরণা
৩০৯৯. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যা পরিধান করে তোমরা কবরে এবং মসজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তন্মধ্যে সর্বোত্তম হল সাদা কাপড়।
(ইবন মাজাহ বর্ণিত।)
(ইবন মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
كتاب اللبَاس والزينة
التَّرْغِيب فِي لبس الْأَبْيَض من الثِّيَاب
التَّرْغِيب فِي لبس الْأَبْيَض من الثِّيَاب
3099- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحسن مَا زرتم الله عز وَجل بِهِ فِي قبوركم ومساجدكم الْبيَاض
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه