আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২১৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অধ্যায়: পানাহার ও সংশ্লিষ্ট বিষয়।
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩২১৭. হযরত রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী উমায়্যা ইবনে মাখাশী (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি আহার করছিল, আর নবী (ﷺ) তার দিকে তাকিয়ে ছিলেন। সে আহার শেষ অবধি 'বিসমিল্লাহ্' পাঠ করল না। এরপর সে খানা শেষ করে বলল, আল্লাহর নামে শুরু এবং তার নামেই শেষ। নবী (ﷺ) বললেনঃ "বিসমিল্লাহ” পাঠ না করা অবধি শয়তান তার সাথে আহার করছিল। (বিসমিল্লাহ বলার পর) তার পেটে যা ছিল সে তা বমি করে ফেলে দিয়েছে।
আবু দাউদ, নাসাঈ, হাকিম বর্ণিত। ইমান হাকিম (র) বলেনঃ হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। ইমাম দারুকুতনী (র) বলেনঃ উপরোক্ত হাদীস ব্যতীত উমায়্যা সূত্রে নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণিত হয়নি। আবু উমর নামরুবী ও অন্যান্যগণ অনুরূপ বলেছেন।
আবু দাউদ, নাসাঈ, হাকিম বর্ণিত। ইমান হাকিম (র) বলেনঃ হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। ইমাম দারুকুতনী (র) বলেনঃ উপরোক্ত হাদীস ব্যতীত উমায়্যা সূত্রে নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণিত হয়নি। আবু উমর নামরুবী ও অন্যান্যগণ অনুরূপ বলেছেন।
كتاب الطعام
كتاب الطَّعَام وَغَيره
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
3217- وَعَن أُميَّة بن مخشي رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا كَانَ يَأْكُل وَالنَّبِيّ صلى الله عَلَيْهِ وَسلم ينظر فَلم يسم الله حَتَّى كَانَ فِي آخر طَعَامه فَقَالَ بِسم الله أَوله
وَآخره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا زَالَ الشَّيْطَان يَأْكُل مَعَه حَتَّى سمى فَمَا بَقِي فِي بَطْنه شَيْء إِلَّا قاءه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
مخشي بِفَتْح الْمِيم وَسُكُون الْخَاء الْمُعْجَمَة بعدهمَا شين مُعْجمَة مَكْسُورَة وياء
قَالَ الدَّارَقُطْنِيّ لم يسند أُميَّة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير هَذَا الحَدِيث وَكَذَا قَالَ أَبُو عمر النمروي وَغَيره
وَآخره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا زَالَ الشَّيْطَان يَأْكُل مَعَه حَتَّى سمى فَمَا بَقِي فِي بَطْنه شَيْء إِلَّا قاءه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
مخشي بِفَتْح الْمِيم وَسُكُون الْخَاء الْمُعْجَمَة بعدهمَا شين مُعْجمَة مَكْسُورَة وياء
قَالَ الدَّارَقُطْنِيّ لم يسند أُميَّة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير هَذَا الحَدِيث وَكَذَا قَالَ أَبُو عمر النمروي وَغَيره