আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২২২
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সোনা অথবা রূপার পাত্র ব্যবহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তা হারাম
৩২২২. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রেশমী বস্ত্র পরিধান করে এবং যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে আমার দলভূক্ত নয়। যে স্ত্রী তার স্বামীর উপর উৎপীড়ন করে এবং যে গোলাম তার মনিবের অবাধ্য, সে আমার দলভূক্ত নয়।
(তাবারানী বর্ণিত আবদুল্লাহ্ ইবনে মসলিম আবু তায়্যিবা ব্যতীত তার বর্ণনাকারীগণ সকলেই বিশ্বস্ত।)
(তাবারানী বর্ণিত আবদুল্লাহ্ ইবনে মসলিম আবু তায়্যিবা ব্যতীত তার বর্ণনাকারীগণ সকলেই বিশ্বস্ত।)
كتاب الطعام
التَّرْهِيب من اسْتِعْمَال أواني الذَّهَب أَو الْفضة وتحريمه على الرِّجَال وَالنِّسَاء
3222- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لبس الْحَرِير وَشرب من الْفضة فَلَيْسَ منا وَمن خبب امْرَأَة على زَوجهَا أَو عبدا على موَالِيه فَلَيْسَ منا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن مُسلم أَبَا طيبَة
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن مُسلم أَبَا طيبَة