আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৪৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৪৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিম ব্যক্তি এক পেটে খায়। আর কাফির সাত পেটে খায়।
(মালিক, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত। ইমাম বুখারী, (র)-এর অন্য এক বর্ণনায় আছে, এক ব্যক্তি অধিক পরিমাণে আহার করত। পরে সে ইসলাম গ্রহণ করে এবং (অপেক্ষাকৃত) কম আহার করে। এ বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আলোচিত হলে, তিনি বললেনঃ "মু'মিন এক পেটে খায়, আর কাফির সাত পেটে খায়।"
ইমাম মুসলিম (র)-এর অন্য এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) এক কাফিরকে আপ্যায়ন করান। রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য একটি বকরী দোহনের নির্দেশ দেন। ফলে, দোহন করা হয়। সে তার দুধ পান করল। এরপর আরও একটি বকরী দোহন করা হল। সে তাও পান করল। তারপর আরও একটি দোহন করা হল। সে তার দুধও পান করল। এভাবে সে সাতটি বকরীর দুধ পান করল। ভোর হলে সে ইসলাম গ্রহণ করে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে একটি বকরীর দুধ পানের নির্দেশ দেন। সে তার দুধ পান করল। পরে আরও একটি বকরী দোহন করা হল। কিন্তু সে তা পান করতে পারল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "মু'মিন লোক এক পেটে পান করে এবং কাফির সাত পেটে পান করে।"
মালিক ও তিরমিযী অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3248- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُسلم يَأْكُل فِي معى وَاحِد وَالْكَافِر فِي سَبْعَة أمعاء

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه وَغَيرهم

وَفِي رِوَايَة للْبُخَارِيّ أَن رجلا كَانَ يَأْكُل أكلا كثيرا فَأسلم فَكَانَ يَأْكُل أكلا قَلِيلا فَذكر ذَلِك لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِن الْمُؤمن يَأْكُل فِي معى وَاحِد وَإِن الْكَافِر يَأْكُل فِي سَبْعَة أمعاء

وَفِي رِوَايَة لمُسلم قَالَ أضَاف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضيفا كَافِرًا فَأمر لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِشَاة فحلبت فَشرب حلابها ثمَّ أُخْرَى فَشرب حلابها ثمَّ أُخْرَى فَشرب حلابها حَتَّى شرب حلاب سبع شِيَاه ثمَّ إِنَّه أصبح فَأسلم فَأمر لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِشَاة فَشرب حلابها ثمَّ أُخْرَى فَلم يستتمه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْمُؤمن ليشْرب فِي معى وَاحِد وَالْكَافِر يشرب فِي سَبْعَة أمعاء
رَوَاهُ مَالك وَالتِّرْمِذِيّ بِنَحْوِ هَذِه
tahqiqতাহকীক:তাহকীক চলমান