আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৫৪
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৫৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মাতে মুহাম্মাদীর উপর সর্বপ্রথম পরীক্ষা হল ক্ষুধা। কেননা, আমার উম্মাত যখন পেট পুরে খাবে, তখন তাদের শরীর স্থুল হবে, তাদের অন্তর দুর্বল হবে এবং তাদের প্রবৃত্তি শক্তিশালী হবে।
(বুখারী (র) কিতাবুদ দু'আফা এবং ইবনে আবুদ দুনিয়া (র) কিতাবুল জু'উতে এরূপ বর্ণনা করেন।)
(বুখারী (র) কিতাবুদ দু'আফা এবং ইবনে আবুদ দুনিয়া (র) কিতাবুল জু'উতে এরূপ বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3254- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت أول بلَاء حدث فِي هَذِه الْأمة بعد نبيها الشِّبَع فَإِن الْقَوْم لما شبعت بطونهم سمنت أبدانهم فضعفت قُلُوبهم وجمحت شهواتهم
رَوَاهُ البُخَارِيّ فِي كتاب الضُّعَفَاء وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع
رَوَاهُ البُخَارِيّ فِي كتاب الضُّعَفَاء وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الْجُوع